ফরিদপুরের চরভদ্রাসনে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার বিক্রি করার দায়ে এক খাবার হোটেল ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বিকেল ৪ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন সুলতানা এ অভিযান পরিচালনা করেন।
জানা যায়, পবিত্র রমজান মাসে বিশুদ্ধ খাবার বিপণন নিশ্চিত করার লক্ষ্যে সদর বাজারের বিভিন্ন দোকানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার বিক্রি করার দায়ে ভোক্তা অধিকার আইনে ইসলামিয়া হোটেল ও সুইটমিটকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বাজারের প্রতিটি ফল দোকানে ক্ষতিকর কেমিক্যাল যুক্ত কোনো প্রকার ফল বিক্রি না করার ব্যাপারে সতর্ক করা হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন