বগুড়ার কাহালুতে ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছে এক যুবক। বুধবার কাহালু উপজেলার বেলঘরিয়া এলাকায় লালমনিরহাটগামী চলন্ত ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে সে আত্মহত্যা করে।
সোহেল (২৮) নামের যুবক বগুড়া সদর উপজেলার ঘোলাগাড়ী মসজিদপাড়ার দুলালের পুত্র। জিআরপি পুলিশ লাশটি উদ্ধার করেছে।
বগুড়ার জিআরপি পুলিশের এসআই কায়কোবাদ জানান, এঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার