দিনাজপুরের খানসামা উপজেলায় বোরো ধানের নমুনা শস্য কর্তনের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৩টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার গোবিন্দপুর গ্রামের মেধ্ধাপাড়া এলাকায় আশিকের ধান ক্ষেতে বোরো ধানের নমুনা শস্য কর্তনের উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ এম আ. ওয়াজেদ।
এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর খামারবাড়ির উপ-পরিচালক তহিদুল ইকবাল, অতিরিক্ত উপ-পরিচালক বিপ¬ব মহন্ত, খানসাসা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আফজাল হোসেন, উপজেলা সম্প্রসারণ কর্মকর্তা ইয়াসমিন আক্তার, খানসামা প্রেস ক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক মো. নুরনবী ইসলামসহ কৃষি বিভাগ ও স্থানীয় ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আফজাল হোসেন জানান, চলতি মৌসুমে উপজেলায় ৪ হাজার ২৩৫ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। যার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৫ হাজার ৫৫০ হেক্টর। খরচ বেশি ও ভুট্টা আবাদ বেশি হওয়ায় এবার বোরো আবাদ লক্ষ্যমাত্রার চেয়ে কম হয়েছে। তবে এবার আবহাওয়া অনুকূলে থাকায় এবং পোকামাকড়ের উপদ্রব কম হওয়ায় ধানের বাম্পার ফলন হয়েছে। এবার কৃষকরা ধানের মূল্যও গত বছরের চেয়ে ভালো পাবে বলে আশা করছি। কৃষকরা যেন বীজ ভালোভাবে সংরক্ষণ করতে পারে সেজন্য কৃষি অফিস থেকে তাদের সহযোগিতা প্রদান করা হচ্ছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার