কক্সবাজারে র্যাপিড অ্যাকশন ব্যাটলিয়নের (র্যাব) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ২ জন নিহত হয়েছেন। র্যাবের দাবি, নিহতরা মাদক ব্যবসায়ী।
বৃহস্পতিবার ভোরে সমুদ্রসৈকতের ডায়াবেটিক পয়েন্টে ঝাউবনে এ ঘটনা ঘটে বলে জানান কক্সবাজার র্যাব-১৫ এর ক্যাম্প কমান্ডার মেজর মেহেদী হাসান। এ সময় ঘটনাস্থল থেকে একটি একনলা বন্দুক, দুই রাউন্ড গুলি ও ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মেজর মেহেদী হাসান জানান, সমুদ্রসৈকতের ডায়াবেটিক পয়েন্টে ঝাউবনে ইয়াবার চালান আসছে- এমন গোপন খবরের ভিত্তিতে সেখানে অভিযানে যায় র্যাবের একটি দল। এ সময় র্যাবের অবস্থান টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে মাদক ব্যবসায়ীরা। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি ছোঁড়ে। এক পর্যায়ে গোলাগুলি থেমে গেলে ঝাউবন তল্লাশি করে অস্ত্র ও ইয়াবাসহ দুজনের মৃতদেহ পাওয়া যায়। তবে এর আগেই অন্যরা পালিয়ে যায়।
বিডি-প্রতিদিন/০৯ মে, ২০১৯/মাহবুব