নরসিংদীর শিবপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় সংবাদিক সহ ৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের কোন্দারপাড়া ও কামারটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শিবপুরের আবুল গনির ছেলে রাসেল আল মামুন (৪০),নারায়গঞ্জ জেলার সোনারগাও এলাকার মৃত জুলহাস মিয়ার ছেলে শাহ আলম (৫০) ও ভোলা জেলার তমিজ উদ্দিন এলাকার আনিসুল হকের ছেলে আরিফুল হক সুমন (৩৮)। আরিফুল হক সুমন দৈনিক মাতৃজগত পত্রিকার স্টাফ রিপোটার।
পুলিশ জানিয়েছে, নিহত আরিফুল হক সুমন ভৈরব থেকে মোটর সাইকেলযোগে ঢাকায় যাচ্ছিল। মোটর সাইকেলটি ঢাকা-সিলেট মহাসড়কের কোন্দারপাড়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস মোটর সাইকেল আরোহীকে চাপা দেয়। এ সময় মোটরসাইকেলটি ছিটকে রাস্তার পাশে গিয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এর আগে শিবপুর কামারটেক এলাকায় সিলেটগামী একটি যাত্রীবাহী বাস মহাসড়কে একটি যাত্রীবাহী রিকশাকে চাপা দেয়। এতে রিকশার দুই যাত্রী গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ইটাখলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক অর্জুন বিশ্বাস বলেন, দুর্ঘটনার পর পর ঘাতক বাস দুইটি পালিয়ে যায়। তবে এই ব্যাপারে পুলিশের পক্ষ থেকে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হচ্ছে।
বিডি-প্রতিদিন/০৯ মে, ২০১৯/মাহবুব