নাটোর থেকে বিভিন্ন রুটে মহাসড়কের বেহাল দশা। নাটোর-বগুড়া, নাটোর-পাবনা, নাটোর-ঢাকা ও নাটোর-রাজশাহী মহাসড়কের বিভিন্ন স্থানে বড় বড় খানা-খন্দ তৈরি হয়েছে। এসব সড়কের কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্নতো হয়ইনি বরং রাস্তাগুলো এমনভাবে খুঁড়ে রাখা হয়েছে যে, তাতে বিড়ম্বনা আরও বেড়েছে।
এমনকি নাটোর শহরের ভেতর দিয়ে যাওয়া রোড ডিভাইডারসহ ফোর লেন সড়কের কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন না হওয়ায় প্রচণ্ড দুর্ভোগে রয়েছে এসব সড়কে চলাচলকারীরা।
আগামী ২০ রমজানের মধ্যে সকল উন্নয়ন কাজ সমাপ্ত করার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ। আজ আসন্ন ঈদে যাত্রীদের নিরাপদে ও নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছানো নিশ্চিত করা ও জনদুর্ভোগ কমানোর লক্ষ্যে নাটোর-ঢাকা-পাবনা মহাসড়কের বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনকালে তিনি এ নির্দেশ দেন। এসময় তার সঙ্গে ছিলেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জাভেদ তালুকদার।
বিডি প্রতিদিন/হিমেল