বাগেরহাটের শরণখোলায় স্ত্রীকে গলা কেটে হত্যা করে দুই সন্তান নিয়ে পালিয়েছে ঘাতক স্বামী নূরুল আমিন হাওলাদার (৩৫)। বৃহস্পতিবার ভোররাতে উপজেলার আমড়াগাছিয়া বাজার সংলগ্ন সাতঘর এলাকায় নৃশংস এ ঘটনা ঘটেছে।
নিহত লাকী বেগমের (২৮) মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় নূরুলকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন নিহতের ভাই। শরণখোলা থানার পরিদর্শক (তদন্ত) শেখ মো. মফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রায় আট বছর আগে উপজেলার রায়েন্দা ইউনিয়নের দক্ষিণ রাজাপুর গ্রামের আব্দুল হক হাওলাদারের ছেলে নূরুলের সাথে ধানসাগর ইউনিয়নের আমড়াগাছিয়া কালিবাড়ি গ্রামের খলিল হাওলাদারের মেয়ে লাকির বিয়ে হয়। তাদের সংসারে জিহাদ (৭) ও জেরিন (২) নামের দুটি সন্তান রয়েছে।
শ্বশুর-জামাই মিলে দীর্ঘদিন ধরে ভারতের কেরেলায় ভাঙ্গারির ব্যবসা করেন। মাঝেমধ্যে নূরুল আমিন দেশে আসলেও স্ত্রী লাকির সাথে দাম্পত্য কলহ চলছিলো। ঘটনার আগের দিন বুধবার শ্বশুর বুঝিয়ে-সুজিয়ে দেশে পাঠান জামাইকে। এরপর বাড়ি এসে স্বামী-স্ত্রী একঘরে থাকলেও ভোররাতের দিকে হত্যাকান্ড ঘটিয়ে দুই সন্তানকে নিয়ে নূরুল আমিন পালিয়ে যায়। আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান পুলিশ কর্মকর্তা মফিজুর রহমার।
বিডি-প্রতিদিন/শফিক