মাদারীপুরের রাজৈরে পরকীয়া প্রেমের জের ধরে সোহেল হাওলাদার (৩২) নামে এক তরুণকে কুপিয়ে হত্যা করার অভিযোগ এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে স্বজনদের।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজৈর উপজেলার বাজিতপুর ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলামের স্ত্রীর সাথে দীর্ঘদিন ধরে একই এলাকার আবদুল খালেক হাওলাদারের ছেলেদের সাথে পরকীয়া প্রেম চলে আসছিল। সেই বিরোধের জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ও তার লোকজন মিলে রাজৈরের মজুমদার বাজারের ব্রিজের কাছে সোহেল হাওলাদারকে একা পেয়ে কুপিয়ে আহত করলে দ্রুত রাজৈর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে সে মারা যায়।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার পাঠক বলেন, এই ঘটনার সাথে অভিযুক্তদের গ্রেফতারের অভিযান চালানো হচ্ছে।
মাদারীপুরের পুলিশ সুপার সুব্রত কুমার হালদার বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি পরকীয়া প্রেমের কারণে স্থায়ীয়ভাবে শালিস মীমাংসাও হয়েছিল। ধারণা করা হচ্ছে এই কারণে হামলা চালিয়ে গুরুতর আহত করা হয়েছে ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ