সিরাজগঞ্জের মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় পথচারী ও হেলপার নিহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে সদর উপজেলার মুলিবাড়ী-কড্ডার মাঝামাঝি এলাকায় পিক-আপ উল্টে শাহাদত হোসেন (৩২) নামে হেলপার নিহত হয়েছেন। অপর দিকে সলঙ্গার পাঁচলিয়ায় পিক-আপ ভ্যান চাপায় রায়হান আলী (৩২) নামে এক পথচারি নিহত হয়েছে।
নিহতরা হলেন রায়হান আলী সলঙ্গা থানার পাঁচলিয়া রানিনগর গ্রামের ছোরহাব আলীর ছেলে ও হেলপার শাহাদত নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার প্রি-গরিলা এলাকার এহসান আলীর ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন পিক-আপে থাকা ২ মাছ ব্যবসায়ী।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, শুক্রবার সকালে হাটিকুমরুলগামী একটি পিক-আপ ভ্যান পাঁচলিয়া বাজার এলাকায় নিয়ন্ত্রণে হারিয়ে পথচারি রায়হানকে চাপা দেয়। ঘটনাস্থলেই সে মারা যায়।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক আবু সাঈদ জানান, কয়েক মাছ ব্যবসায়ীকে নিয়ে পিক-আপ ভ্যানটি হাটিকুমরুল গোলচত্বর এলাকার মৎস্য আড়তের দিকে যাচ্ছিল। চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান পিক-আপের হেলপার শাহাদত।
বিডি প্রতিদিন/কালাম/ফারজানা