ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় সদর উপজেলার পাগলকানাই ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আক্কাস আলীর (৫৫) মৃত্যু হয়েছে।
আক্কাস আলী ঝিনাইদহ সদর উপজেলার রাজাপুর গ্রামের ধোনাই বিশ্বাসের ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ-যশোর মহাসড়কের তেতুলতলা বাজার নামকস্থানে আক্কাস আলী রাস্তা পার হচ্ছিলেন। সে সময় যশোর থেকে ছেড়ে আসা অজ্ঞাতনামা একটি ট্রাক তাকে চাপা দিলে মারাত্বকভাবে আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে কর্তৃব্যরত ডাক্তার তাকে ঢাকায় রেফার্ড করে। ঢাকায় নেওয়ার পথে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/ফারজানা