বাগেরহাটের শরণখোলায় যৌতুক ও বন মামলায় সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে পৃথক অভিযান চালিয়ে উপজেলার সোনাতলা গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া আসামিরা হলেন উপজেলার সাউথখালী ইউনিয়নের সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রামের সাইদুর রহমান ফরাজীর ছেলে আব্বাস ফরাজী (৪৫), তিনি যৌতুক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি এবং একই গ্রামের মৃত আয়নাস তালুকদারের ছেলে বন মামলা ছয় মাসের সাজাপ্রাপ্ত আ. লতিফ তালুকদার (৫০)।
শরণখোলা থানার পরিদর্শক (তদন্ত) মো. মফিজুর রহমান শেখ বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই আমীর হোসেনের নেতৃত্বে পুলিশ পৃথক অভিযান চালিয়ে দুই আসামিকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন। দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক