ভোলার বোরহানউদ্দিন উপজেলায় লঞ্চের ধাক্কায় পন্টুন বিধ্বস্ত হয়ে ৮ জন নদীতে পড়ে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। ভোলার চরফ্যাশন বেতুয়া খাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী লঞ্চটি হাকিমউদ্দিন ঘাট থেকে যাত্রী তোলার সময় সজোড়ে ধাক্কা দিলে নতুন পন্টুন দুমড়ে মুচড়ে যায়।
পুলিশসহ স্থানীয়রা পন্টুন সরিয়ে নিখোঁজদের সন্ধান করার চেষ্টা করছেন। আহতদের মধ্যে ২৪ জনকে ভোলা ও বোরহানউদ্দিন হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর