কক্সবাজারের টেকনাফ উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ইয়াবা বিক্রেতা নিহত হয়েছেন। নিহত সেই ইয়াবা বিক্রতার নাম দুদু মিয়া (৩৪)।
শুক্রবার (১০ মে) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। দুদু মিয়া উপজেলার নাজির পাড়ার হাজী সুলতান আহম্মদের ছেলে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুদু মিয়ার বিরুদ্ধে অস্ত্র, মাদকসহ ছয়টি মামলা রয়েছে। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক বিক্রেতা ছিলেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর