টাঙ্গাইলের সন্তোষ চারাবাড়ি সড়কের বালুভর্তি ট্রাকের ওজনে বেইলি ব্রিজ ভেঙ্গে গেছে। এ ঘটনায় জেলার পশ্চিম চরাঞ্চলের সাথে সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে।
শনিবার ভোরে সদর উপজেলার চারাবাড়ি সড়কের সন্তোষ বাজারের পশ্চিম পাশে লালপুল নামে খ্যাত বেইলি ব্রিজে বালুভর্তি একটি বড় ট্রাক উঠে গেলে ব্রিজটি হেলে পড়তে থাকে। এ সময় ট্রাকটি দ্রুত উপরে উঠে গেলেও সাথে সাথে ব্রিজটি ভেঙ্গে পড়ে যায়।
এ ঘটনায় টাঙ্গাইল জেলার পশ্চিম চরাঞ্চলের সাথে সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে। ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ছিল। ট্রাকের অতিরিক্ত ওজনের কারনেই ব্রিজটি ভেঙ্গে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ