নাটোরের বিভিন্ন ওষুধ ও ফলের দোকানে অভিযান চালিয়ে কয়েকটি প্রতিষ্ঠানে ৫ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। র্যাব-৫ নাটোর ক্যাম্পের কমান্ডার রাজিবুল হাসান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিনের নেতৃত্বে দুপুরে শহরের মাদ্রাসা মোড় এলাকায় লার্জ ফামা নামে ২টি মডেল ফার্মেসিতে অভিযান চালানো হয়।
এসময় বিক্রয় নিষিদ্ধ বিপুল পরিমান ওষুধ জব্দ ও ওই প্রতিষ্ঠানের মালিককে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া ২টি ফলের দোকানে অভিযান চালিয়ে কেমিক্যাল মিশ্রিত ফল বিক্রির অভিযোগে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ওষুধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তা ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল