দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের কাহারোলে পিকআপের ধাক্কায় সাকিব হোসেন নামে এক বাইসাইকেল চালক নিহত হয়েছেন।
শনিবার সকাল ৯টার দিকে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের কাহারোল উপজেলার রামপুরা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাকিব হোসেন (২০) কাহারোল উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের ঢিপিকুড়া গ্রামের আসাদুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সকালে রামপুরা বাজারে যাওয়ার পথে ব্রিজের কাছে একটি ওষুধবাহী পিকআপ পেছন থেকে সাকিবকে ধাক্কা দেয়। এসময় সে সাইকেল থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা পরে লাশ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
দশমাইল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আলমঙ্গীর হোসেন নিাশ্চত করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন