বগুড়ার শেরপুরে জামুর এলাকায় কৌশলে ছাত্রীর অশ্লীল ছবি মোবাইল ম্যাসেঞ্জারে ভাইরাল করার অপরাধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় শুক্রবার রাতে ৩ জনকে আটক করেছে থানা পুলিশ।
আটককৃতরা হলো শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের দক্ষিণ জামুর গ্রামের গোলাম রব্বানীর ছেলে নাইম হোসেন (১৬), জাহাঙ্গীর আলমের ছেলে শাহ আলম (১৬) ও মো. রাশেদ খান (২০)। তাদেরকে শানিবার আদারতের মাধ্যমে বগুড়া জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।
জানা যায়, শেরপুরের দারুগ্রাম গ্রামের খন্দকার রুহুল আমিন বুলবুলের মেয়ে জামুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীকে বিভিন্ন সময় কু-প্রস্তাবসহ বিরক্ত করে আসছিল উপজেলার কুসুম্বী ইউনিয়নের দক্ষিন জামুর গ্রামের নাইম হোসেন।
এদিকে দক্ষিণ জামুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে শাহ আলম বেশ কয়েকদিন আগে ওই ছাত্রীর সাথে নিজের মোবাইল ফোনে আপত্তিকর ছবি উঠায়। সেই ছবি কৌশলে শাহ আলম,
নাইম, রাশেদ খান ও মনির খান বিভিন্ন জনের ফেসবুক ম্যাসেঞ্জারে পাঠিয়ে ভাইরাল করে। এমনকি ওই ছাত্রীর দুলাভাই এনামুল হকের ফেসবুক আইডিতে পাঠিয়ে দিয়ে বিভিন্ন ধরনের হুমকি দেয়।
এরই প্রেক্ষিতে শুক্রবার রাতে ছাত্রীর বাবা খন্দকার রুহুল আমিন বুলবুল বাদি হয়ে শেরপুর থানায় ৪ জনকে আসামী করে একটি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরে শেরপুর থানা পুলিশের এসআই তন্ময় অভিযান চালিয়ে নাইম হোসেন, রাশেদ খান ও শাহ আলমকে তাদের গ্রাম থেকে আটক করে থানায় নিয়ে আসেন।
বগুড়ার শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর বলেন, আটককৃতদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন