কিশোরগঞ্জে চলন্ত বাসে নার্স শাহিনুর আক্তার তানিয়াকে গণধর্ষণের পর হত্যার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে বগুড়ায় মানববন্ধন কর্মসূচি পালন হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১টায় বগুড়া নার্সিং কলেজের শিক্ষার্থীরা কলেজের সামনে মানববন্ধন করে। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বগুড়া নার্সিং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হেলাল উদ্দিন, প্রভাষক মঞ্জুর হোসেন, রশিদা বেগম আলো, ডেমোনেস্টেটর বাদশা মিয়া, নার্স ফরিদুল হাসান, সোহেলা পারভিন, নূরুন নাহার খাতুন প্রমুখ।
বক্তরা এসময় ৬ মে কিশোরগঞ্জে নার্স শাহীনুর আক্তার তানিয়া ধর্ষণ ও হত্যার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানান। মানববন্ধনে বগুড়া নার্সিং কলেজের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর