বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ধাপ সুখানগাড়ী পূর্বপাড়ার একটি এলাকায় পুলিশ নকল ডিটারজেন্ট কারখানায় অভিযান চালিয়ে পাউডার তৈরির সরঞ্জামাদি ও বিপুল পরিমাণ পাউডার উদ্ধার করেছে। শনিবার সকালে এ ঘটনায় ৪ জনকে আটক করে থানায় নেওয়া হয়।
পরে আটককৃতদেরকে বগুড়া জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জহুরুল ইসলামের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত দীর্ঘশুনানী শেষে ওই ৪ জনের ২০ হাজার টাকা জরিমানা করে।
আটকৃতরা হলেন, উপজেলার বিশা গ্রামের দুলু শাখিদারের ছেলে রাজেল হোসেন (৩০), আবু তালেব এর ছেলে ওমর ফারুক (২৮), মনছুর আলীর ছেলে তাইফুল ইসলাম (২৬) ও আবুল কাশেমের ছেলে তানভীর আহম্মেদ (২৮)। পরে পুলিশ আটককৃতদেরকে বগুড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট জহুরুল ইসলামের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে অনুমোদনহীন ডিটারজেন্ট পাউডার তৈরির অপরাধে ৪ জনের মোট ২০ হাজার টাকা জরিমানা দণ্ড প্রদান করেন।
বিডি প্রতিদিন/হিমেল