নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ও গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে আবুল হোসেন (৬০) নামে বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার নরপদি এলাকায় এ ঘটনা ঘটে।
বন্দর থানার পরিদর্শক (তদন্ত) আজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, অনুমতি ছাড়া আম পাড়া নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে আবুলকে মোস্তফা ও তার ছেলে মোজাম্মেল লাঠি দিয়ে পেটায়। এক পর্যায়ে আবুল অচেতন হয়ে পড়লে তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন