বরিশালে ছাত্রীর শ্লীলতাহানীর অভিযোগে ধামসর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মুক্তাল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার দুপুরে উপজেলা চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল জানান, ভুক্তভোগীর পিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন ধারায় একটি মামলা করেন। পরে ওই মামলায় মুক্তাল হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন