পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে দেশ। ‘শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে দেশের সর্বত্র আজ উন্নয়নের জোয়ার বইছে। বিশেষ করে সরকারের চলমান উন্নয়ন প্রকল্পের কারণে পাল্টে যাচ্ছে বরিশাল তথা সমগ্র দক্ষিণাঞ্চলের চিত্র। উন্নয়নের এই ধারাবাহিকতা বজায় থাকলে বরিশাল ‘আধুনিক সিঙ্গাপুরে’ পরিণত হবে।
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন বরিশাল সদর আসনের এমপি ও পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম।
শনিবার বিকেলে বরিশাল সার্কিট হাউসে জেলা প্রশাসন আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সভাপতিত্বে ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ, বরিশাল-৩ আসনের এমপি গোলাম কিবরিয়া টিপু, সংরক্ষিত মহিলা আসনের এমপি সৈয়দা রুবিনা আক্তার, জেলা পরিষদ চেয়ারম্যান মো. মইদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি তালুকদার মো. ইউনুস, বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস, জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান মো. সাইদুর রহমান রিন্টু।
এছাড়া বিভিন্ন উপজেলা চেয়ারম্যান, সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর, বিভিন্ন পর্যায়ের সরকারী কর্মকর্তা, সাংবাদিক, সুশীল সমাজ প্রতিনিধি সহ বিভিন্ন শ্রণি পেশার মানুষ ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।
ইফতার মাহফিলে বিশেষ দোয়া-মোনাজাতে সরকারের ধারাবাহিকতা বজায় রাখা সহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সু-স্বাস্থ্য কামনা করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন