সাভারে মালবাহী ট্রাকের চাপায় অজ্ঞাতপরিচয় এক পথচারী নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আটক ট্রাক চালকের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
রবিবার সকাল ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে আমিনবাজারের সালেহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন