“মা তোমাকে ভালোবাসি ”-এ প্রতিপাদ্য বিষয় নিয়ে মাগুরায় বিশ্ব “মা” দিবস অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রবিবার সকাল সাড়ে ৯ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসনের সহযোগিতায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক অ.দ.) ফরিদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আলী আকবর।
বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু ও সদর উপজেলা নির্বাহী অফিসার আবু সুফিয়ান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক ফাতেমা জহুরা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিপিকা সরকার, জেলা ব্র্যাক প্রতিনিধি রোকেয়া বেগম ও লাবনী রায় প্রমুখ। সভায় প্রত্যেক বক্তা “মা” দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন। সমাবেশ ও আলোচনা সভায় সচেতন অভিভাবক, সুধীজনসহ অর্ধ-শতাধিক মায়েরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/তাফসীর