আসন্ন ঈদুল ফিতর ও বৌদ্ধ পূর্ণিমাকে সামনে রেখে জঙ্গীবাদ, সড়কে চাঁদাবাজী ও যাতায়াত নির্ভিঘ্ন করতে নেত্রকোনায় আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রবিবার সকাল ১০ টা থেকে শুরু হয়ে সভা চলে বেলা ১২ টা পর্যন্ত।
সভায় জেলা প্রশাসক মঈনউল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সভায় আইন শৃঙ্খলা কমিটির উপেদেষ্টা নেত্রকোনা-১ আসনের (দূর্গাপুর - কলমাকান্দা) এমপি মানু মজুমদার, জেলা পুলিশ সুপার জয়দেব চৌধুরী, পৌর মেয়র নজরুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খান, সদর উপজেলা পরিষদ চেয়াম্যান তফসির উদ্দিন খান ও রেড ক্রিসেন্ট সোসাইটির সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকুসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন।
এছাড়াও বিভিন্ন দপ্তরের প্রধানগণ, শ্রমিক সংগঠন, মালিক সংগঠনসহ সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় সভায় ইভটিজিং, মাদক, সড়কে চাঁদাবাজি বন্ধে জেলা পুলিশ, রাজনৈতিক ও সামাজিক সহ সকল দপ্তরকে তৎপর থাকতে আহ্বান জানানো হয়।
বিশেষ করে বৌদ্ধ পূর্নিমায় জঙ্গি নাশকতা হতে পারে এমন তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষায় সর্ব্বোচ্চ সতর্কতার পাশাপাশি মসজিদ ভিত্তিক আলোচনা করার জন্য ইসলামি ফাউন্ডেশনকে নির্দেশনা প্রদান করা হয়। সেই সঙ্গে ঈদুল ফিতরে মানুষ যাতে নির্ভিঘ্নে যাতায়াত করতে পারে সে জন্য পুলিশের পাশাপাশি পরিবহন মালিক ও শ্রমিকদের প্রতি অনুরোধ জানানো হয়।
সভায় এমপি মানু মজুমদার পুলিশের ডিবির কার্যক্রমে পরিচ্ছন্নতা আনয়নের জন্য দাবি জানান। যাতে নিরাপরাধকে ফাঁসিয়ে অর্থ আদায় না করা হয়। সেই সাথে অপরাধীদের ধরেই ছেড়ে দেয়া না হয়। ইয়াবা ব্যবাসায়ী ও চিহ্নিত অপরাদীদের ধরার প্রতি যেনো পুলিশের আগ্রহ বাড়ে সেই দিকে লক্ষ্য দিতে তিনি আহ্বান জানান।
বিডি-প্রতিদিন/তাফসীর