প্রচন্ড দাবদাহে কুমিল্লায় ডায়েরিয়া রোগীর সংখ্যা বেড়েছে। সাথে জ্বর, শ্বাসকষ্ট ও অ্যাজমা রোগীর সংখ্যাও বেড়েছে। এদের মধ্যে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা বেশী। প্রতিদিনই হাসপাতাগুলোতে এসব সমস্যা নিয়ে রোগীরা ভর্তি হচ্ছে।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও কুমিল্লা জেনারেল হাসপাতালে রোগীর সংখ্যা স্বাভাবিক সময়ের চেয়ে বেশী রয়েছে। এসব রোগে ভর্তি হওয়া রোগীর বেডের অভাবে ফ্লোরে চিকিৎসা নিচ্ছে। হাসপাতালের সংক্রামক ব্যাধি, মেডিসিন ও শিশু ওয়ার্ডে রোগী সংখ্যা বেড়েছে বেশী। সংক্রামক ব্যাধি ওয়ার্ডে ডায়েরিয়া আক্রান্ত রোগীও প্রতিদিন বাড়ছে।
গত ১০ দিনে প্রতিদিন গড়ে কুমিল্লা নগরীর দুটি সরকারি হাসপাতালে ৬০ জন করে এসব রোগী ভর্তি হচ্ছে। যা আগে গড়ে ১৫ থেকে ২০ জন ছিল। কুমিল্লা জেনারেল হাসপাতালে আবাসিক চিকিৎসক ডা. এম এ করিম খন্দকার জানান, অতিরিক্ত গরমের কারণে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা বেড়েছে। সচেতন হলে এসব রোগ এড়ানো সম্ভব হবে।
বিডি-প্রতিদিন/তাফসীর