সাড়ে ৪ বছর পর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বহুল আলোচিত ও প্রতিক্ষিত পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের ২৪ ঘণ্টা পর স্থগিত করা হয়েছে। গতকাল শনিবার পৃথকভাবে দুটি কমিটির অনুমোদনের পর রবিবার তা স্থগিত করা হয়।
জানা গেছে, গতকাল শনিবার (১১মে) দুপুরে জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মইনুদ্দীন মন্ডল ও সাধারণ সম্পাদক আবদুল ওদুদ স্বাক্ষরিত ৭১ সদস্য বিশিষ্ট কমিটিতে সাবেক সাংসদ গোলাম রাব্বানীকে সভাপতি ও অ্যাডভোকেট আতাউর রহমানকে সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়।
এ নিয়ে শিবগঞ্জে দলীয় নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া শুরু হলে রাতে অপর একটি কমিটি অনুমোদন দেয়া হয়। ওই কমিটিতের সভাপতি, সাধারণ সম্পাদক ছাড়া কয়েকটি পদে রদবদল করা হয়। এদিকে একই দিনে দুটি কমিটি অনুমোদন নিয়ে দলের মধ্যে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়।
এদিকে কমিটির বিষয়টি নিশ্চিত করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওদুদ জানান, ২০১৫ সালে কাউন্সিলের পর বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন সাবেক এমপি গোলাম রাব্বানী এবং কাউন্সিলের ভোটে মির্জা শাহদাৎ হোসেন খুররমকে পরাজিত করে বিজয়ী হন অ্যাডভোকেট আতাউর রহমান। পরে তাদের দেয়া কমিটিতে যোজন-বিয়োজন করে শনিবার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়।
জেলা সভাপতি এবং আবদুল ওদুদ নতুন কমিটিকে স্বাক্ষর করে অনুমোদন দেন বলে নিশ্চিত করেন। এনিয়ে দলের মধ্যে কোন্দল দেখা দিলে আজ রোববার দুপুরে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক পত্রে ১১ মে তারিখে অনুমোদনকৃত দুটি কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক