নেত্রকোনার কেন্দুয়া সাইডুলি নদীতে ভেসে আসা অর্ধগলিত একটি অজ্ঞাত পরিচয় লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার দুপুরে উপজেলার গোগবাজার এলাকায় লাশটি ভাসতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। তবে অর্ধগলিত ওই লাশটির নাম পরিচয় জানতে না পারলেও লাশটি পুরুষ মানুষের বলে শনাক্ত করেছে থানা পুলিশ।
এ বিষয়ে কেন্দুয়া থানার উপ পরিদর্শক (এসআই) আবুল বাশার লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এছাড়াও লাশের পরিচয় শনাক্তে প্রতিটি থানায় ইনফর্ম করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/১২ মে, ২০১৯/মাহবুব