নাটোরে রমজান মাস উপলক্ষ্যে ‘আলোর ফেরিওয়ালা’ কার্যক্রমের আওতায় দ্রুততার সাথে নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান ও অভিযোগ সমাধানে কাজ শুরু করেছে জেলার পল্লী বিদ্যুৎ সমিতি-০২। রোববার সকাল থেকে সমিতিভূক্ত নাটোর ও রাজশাহী জেলার ছয়টি উপজেলায় একযোগে এই কার্যক্রম শুরু হয়।
কার্যক্রমের অংশ হিসাবে সমিতি প্রাঙ্গণ থেকে ৬৫টি ফেরিওয়ালা ভ্যানের শোভাযাত্রা সহযোগে কার্যক্রমের সূচনা হয়। এ সময়ে উপস্থিত ছিলেন নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-০২ এর জেনারেল ম্যানেজার মোমিনুল ইসলাম ও সহকারী জেনারেল ম্যানেজার গোলাম ইখতিয়ার সহ পল্লী বিদ্যুৎ সমিতির বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যম কর্মীরা।
এ ব্যাপারে গোলাম ইখতিয়ার বলেন, রমজান মাস জুড়ে বিশেষ এই সেবা কার্যক্রম অব্যাহত থাকবে। আজ প্রথম দিনে নতুন সংযোগ প্রদানে আমাদের লক্ষ্যমাত্রা ১০৫টি। কার্যক্রমের আওতায় ৬৫টি ভ্যান সমিতিভূক্ত গ্রামগুলোতে গিয়ে যাদের বাড়িতে বিদ্যুৎ নেই তাদের খুঁজে বের করে তাৎক্ষণিক ফি নিয়ে সংযোগ প্রদান করছে।
বিডি-প্রতিদিন/শফিক