ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চতলারপাড় গ্রাম থেকে বিকাশ প্রতারণা চক্রের তিন সদস্যকে আটক করেছে র্যাব-৮ সদস্যরা। শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কমান্ডার মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ জানান, গোপন সংবাদের ভিক্তিতে র্যাব সদস্যরা ভাঙ্গা উপজেলার চতলার পাড় গ্রামে অভিযান পরিচালনা করেন। এসময় সুনির্দ্দিষ্ট তথ্যের ভিক্তিতে ফিরোজ খন্দকার (২৭), মোঃ নাজমুল হাসান (১৯) ও উজ্জ্বল মাতুব্বর (২৩) কে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে বিকাশ প্রতারণার কাজে ব্যবহৃত ১১টি মোবাইল সেট, বিভিন্ন অপারেটরের ২২টি সিম কার্ড, ১টি পাওয়ার ব্যাংক এবং চার হাজার টাকা উদ্ধার করা হয়।
র্যাবের জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, তারা দীর্ঘদিন ধরে বিকাশ প্রতারণার মাধ্যমে বিভিন্ন জনের কাছ থেকে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নিয়েছে। আটককৃতদের বিরুদ্ধে ভাঙ্গা থানায় মামলা করা হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ