কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
রবিবার ভোররাতে উপজেলার জেটিঘাট সংলগ্ন প্রজেক্ট এলাকার কেওড়া বাগান থেকে এসব ইয়াবা গুলো উদ্ধার করা হয়।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. ফয়সল হাসান খান বলেন, রবিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান নাফ নদী ট্রানজিট জেটিঘাট সংলগ্ন প্রজেক্ট এলাকার কেওড়া বাগানের ভেতর দিয়ে প্রবেশ করতে পারে।
এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহলদল প্রজেক্ট কেওড়া বাগানে গমন করে। এক পযার্য়ে ইয়াবা পাচারকারীরা বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়। পরে ওই এলাকা তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় পলিথিন ব্যাগে মোড়ানো ইয়াবা ভর্তি পাঁচটি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলো খুলে গণনা করে ৫০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ৫০ লাখ টাকা। ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।
পরে ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর প্রতিনিধি, স্থানীয় ব্যক্তি ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে ইয়াবা গুলো ধ্বংস করা হবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন