নেত্রকোনায় বিশ্ব মা দিবস পালিত হয়েছে। রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি পালন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতরের উদ্যোগে আলোচনা সভায় বিভিন্ন পর্যায়ের শতাধিক নারী অংশ নেন।
জেলা মহিলা বিষয়ক অধিদফতরের উপ-পরিচালক ফেরদৌসী বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা প্রশাসন মঈনউল ইসলাম, সহকারী পুলিশ সুপার সদর সার্কেল ফখরুজ্জামান জুয়েল, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক তাহেজা বেগম, স্বাবলম্বীর কোহিনুর বেগম, নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সম্পাদক সাংবাদিক আলপনা বেগম, শিক্ষক ওয়ালীউল্লাহ ও শ্রেষ্ট মা মাহমুদ লতিফ প্রমুখ।
সভায় মায়েদের প্রতি সম্মান প্রদর্শনসহ মাকে ভরনপোষণ করতে যেন সন্তানের তিক্ততা না আসে সেজন্য পরিবার এবং সমাজে সচেতনতা বাড়াতে হবে বলে জানান বক্তারা। পরে বারহাট্টা উপজেলার মাহমুদ লতিফাকে শ্রেষ্ট মা হিসেবে সন্মাননা প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম