লালমনিরহাটের হাতীবান্ধায় পুলিশের ওপর হামলা চালিয়ে রাশেদ (২২) নামে এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাবাসহ পাঁচ জনকে আটক করেছেন পুলিশ।
শনিবার সন্ধ্যায় উপজেলার সীমান্তবর্তী মধ্য সিঙ্গিমারী গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
এসময় হামলায় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। আহতদের হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় পলাতক আসামির বাবা ছকবর আলীকে (৪৫) আটক করেছে পুলিশ। আটক ছকবর আলী ওই এলাকার ছমসের আলীর ছেলে। এ ঘটনার পর রবিবার ভোর রাতে ছকর উদ্দিন (৪৫), রেজাউল (২৩), আলম (৩০) মারুফ (২৮) নামে আরো চার জনকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী মধ্য সিঙ্গিমারী গ্রামে এমপি বাগানে অভিযান চালিয়ে পুলিশ মাদক সেবনের অপরাধে ছকবর আলীর ছেলে রাশেদকে আটক করে। খবর পেয়ে স্থানীয় লোকজন দলবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে রাশেদকে ছিনিয়ে নেয়।
এসময় হাতীবান্ধা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল মালেক ও কনস্টেবল আব্দুল খালেক হামলায় আহত হন। খবর পেয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনাস্থলে গিয়ে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
স্থানীয় লোকজনের অভিযোগ, রাতে পুলিশ আসামি ধরার নামে শফিকুল ইসলাম, ছকর উদ্দিন, আমের আলী ও আকরাম হোসেনের বসত বাড়ি ভাঙচুর করে। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন হাতীবান্ধা থাানার ওসি ওমর ফারুক।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রবিবার দুপুরে আসামিদের লালমনিরহাট জেল হাজতে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন