লালমনিরহাটের আদিতমারী উপজেলায় নিখোঁজের একদিন পর বাড়ির পাশে পুকুর থেকে মুক্তিযোদ্ধা নুর ইসলামের (৬৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।
রবিবার দুপুরে উপজেলার পশ্চিম ভেলাবাড়ি গ্রামে একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত মুক্তিযোদ্ধা নুর ইসলাম উপজেলার পশ্চিম ভেলাবাড়ি গ্রামের বাসিন্দা। তিনি ভেলাবাড়ি ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ছিলেন। এর আগে শনিবার ভোরে সেহেরি খাওয়ার পর ফজরের নামাজের জন্য বের হয়ে নুর ইসলাম নিখোঁজ হন।
মৃত মুক্তিযোদ্ধার ভাই আলতাব উদ্দিন জানান, শনিবার ভোরে সেহেরি খেয়ে ফজরের নামাজের জন্য বের হয়ে নুর ইসলাম আর বাড়ি ফেরেননি। সকালে বাড়ির পাশের একটি পুকুরে নুর ইসলামের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করেন।
এ বিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, পুকুরে ডুবে তার মৃত্যু হয়েছে।
বিডি-প্রতিদিন/১২ মে, ২০১৯/মাহবুব