রাঙামাটির কাপ্তাইয়ে অবৈধ অস্ত্রসহ বাবা-ছেলেকে আটক করেছে যৌথবাহিনী। পরে তাদের কাপ্তাই থানায় হস্তান্তর করা হয়।
রবিবার বিকেলে কাপ্তাই উপজেলার ওয়াগ্গ্যা ইউনিয়নের কাঠালতলী পাড়ার থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, ধনমণি চাকমা (৪৬) ও বিপুল চাকমা (২৫)। তারা সর্ম্পকে বাবা-ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গ্যা ইউনিয়নের কাঠালতলী পাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে যৌথবাহিনীর একটি বিশেষ দল। এসময় ওই এলাকায় নিজ বাড়িতে অবস্থান করছিল ধনমণি ও তার ছেলে বিপুল চাকমা। পরে যৌথবাহিনীর দলটি তাদের বাড়ি তল্লাশি করে একটি দেশীয় এলজি উদ্ধার করে। অবৈধ অস্ত্র রাখার দায়ে বাবা-ছেলেকে আটক করে কাপ্তাই থানায় হস্তান্তর করা হয়।
রাঙামাটির কাপ্তাই উপজেলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছৈয়দ মোহাম্মদ নূর এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন