টঙ্গীর পাশে পূবাইল থানাধীন ঈছালী পশ্চিমপাড়া এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে গতকাল শনিবার রাতে ও আজ রবিবার সকালে সাইফুলের নেতৃত্বে তমিজউদ্দিনের পরিবারের উপর দফায় দফায় হামলা ও ভাংচুর চালানোর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সাতজন আহত হয়েছে।
আহতরা হলেন, তমিজ উদ্দিন, জায়েদা খাতুন, জসিম, আ.মোতালেব, নার্গিস, মোক্তার ও আ.হাকিম। এ ঘটনায় আহত জসিম বাদী হয়ে পূবাইল থানায় সাইফুল, আনিসুর রহমান, মাসুম ও রাসেলসহ ৯জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে সাইফুল ও তার সহযোগীরা পলাতক রয়েছে।
জানা যায়, ওই এলাকায় পিতার ওয়ারিশ সূত্রে বন্টননামা ও এওয়াজ দলিল মূলে মালিক হয়ে তমিজ উদ্দিন গং ২একর ৮২শতাংশ জমি সার্ভেয়ার দ্বারা পরিমাপ করতে গেলে ওয়ারিশ সূত্রে মালিকানা দাবি করে সাইফুলের নেতৃত্বে দফায় দফায় হামলা চালানো হয়।
এ ঘটনায় আহতদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত তমিজ উদ্দিনের পরিবারের দাবি পূবাইল থানার এসআই দিদারের সহযোগিতা নিয়ে সাইফুল এ হামলার ঘটনা ঘটিয়েছে। এ বিষয়ে সাইফুলের সাথে যোগাযোগ করলে ঘটনাটি মিথ্যা বলে দাবি করেন।
এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক ভূইয়ার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, থানায় মামলা হয়েছে, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/শফিক