ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তুচ্ছ ঘটনায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার দুপুরে উপজেলার থুল্লাকান্দি গ্রাম ও নূরজাহানপুর গ্রামের দু’পক্ষের গ্রামবাসির মধ্যে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, এলাকায় আধিপত্য দেখানোর মতো তুচ্ছ ঘটনায় এ সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় গুলি বিনিময়, ইট-পাটকেল নিক্ষেপ ও দেশি অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ায় দু পক্ষের প্রায় অর্ধশত লোক আহত হয়েছে। তাদের মধ্যে গুরুত্বর আহত রিফাত মিয়া (১৮), মো. হাবিবুর রহমান (২২), শাহজালাল মিয়া (৩০), খায়রুল (২২), জুয়েল মিয়া (২৫), মাহাবুব (১৮), হৃদয় মিয়া (২০), সাগর মিয়া (২৫), শাহজালাল (২৮), রহমত উল্লাহ (২০), মো.তুশার মিয়(২৭), সজল (১৯), সুজন (১৮) কে নবীনগর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে যাদের অবস্থা গুরুত্বর, তাদের ঢাকায় রেফার করা হয়েছে। খরব পেয়ে নবীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রণজিত রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক