পটুয়াখালীর কলাপাড়ায় বাথরুমে রাখা বালতির পানিতে ডুবে জিদনী নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত দুই দিনে পানিতে ডুবে কলাপাড়ায় তিন শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার দুপুরে পৌর শহরের নাচনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
শিশুর পিতা আনোয়ার হোসেন জানান, বাথরুমে ২৫ লিটারের বালতিতে পানি ভরা ছিল। ঘরে সবার অগোচরে জিদনী বাথরুমে ঢুকে বালতির পানিতে পড়ে যায়। ঘরের মধ্যে জিদনীর সাড়া না পেয়ে তারা খুঁজতে খুঁজতে বাথরুমের বালতির পানির মধ্যে ডুবন্ত অবস্থায় তাকে দেখতে পায়। পরে জিদনীকে কলাপাড়া হাসপাতালে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এর আগে শনিবার দুপুরে কলাপাড়ার লালুয়া ইউনিয়নের পশরবুনিয়া গ্রামে পুকুরের পানিতে ডুবে ফাতেমা ও শাহানাজ নামে দুই শিশুর মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন