বগুড়ার ধুনট উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন রিপনকে কলেজ ছাত্রী অপহরণ মামলায় গ্রেফতার করেছে পুলিশ। রবিবার বিকেলে শেরপুর উপজেলার ধুনট মোড় থেকে তাকে গ্রেফতার করে। ইকবাল হোসেন রিপন ধুনট পৌর এলাকার পশ্চিম ভরনশাহী গ্রামের মরহুম গোলাম হোসেনের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, পশ্চিম ভরনশাহী গ্রামের মাসুদ করিম লিটুর কন্যা মোস্তাফিয়া মিমকে (২৩) প্রেমের প্রস্তাব দিয়ে ছাত্রলীগ নেতা রিপন উত্যক্ত করে আসছিল। প্রেমে রাজি না হওয়ায় গত বছরের ৪ জুন মোস্তাফিয়া মিমকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় মাসুদ করিম লিটু থানায় অভিযোগ করলে পুলিশ ৯ঘন্টা পর উপজেরার সোনারগাঁ গ্রাম থেকে ওই কলেজ ছাত্রীকে উদ্ধার করে। এই মামলায় পলাতক থাকে যায় ইকবাল হোসেন রিপন। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। ঐ পরোয়ানায় রবিবার বিকেলে জেলার শেরপুর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
বগুড়ার শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম বলেন, ছাত্রলীগ নেতা রিপনের বিরুদ্ধে ধুনট থানায় অপরহরণ মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানা থেকেই তাকে গ্রেফতার করা হয়েছে। পরে ধুনট থানা পুলিশের কাছে তাকে সোপর্দ করা হয়েছে।
ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, কলেজ ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি ছাত্রলীগ নেতা রিপনের গ্রেফতারি পরোয়ানা রয়েছে। সে দীর্ঘদিন যাবত পুলিশের চোখ ফাঁকি দিয়ে চলছিল। কৌশলে তাকে শেরপুরের ধুনট মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক