রাঙামাটির বাঘাইছড়িতে ভাল্লুকেরর আক্রমণে আহত পন বিকাশ ত্রিপুরা চিকিৎসার ব্যবস্থা করলো সেনাবাহিনী। রবিবার সকালে তাকে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে বিমান বাহিনীর হেলিকপ্টারে চট্টগ্রাম সেনা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে আসা হয়। সেখানে সেনাবাহিনীর ২৪পদাতিক ডিভিশনের জিওসি’র নির্দেশনায় তার চিকিৎসার ব্যবস্থা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের নিওথাংনাং বেটলিং এলাকার বন্ধুদের সাথে জঙ্গলে খেলতে যায় স্থানীয় অলিনন্দ্র ত্রিপুরা ছেলে পনবিকাশ ত্রিপুরা। সেখানে হাঠাৎ একটি ভাল্লুক ছেলেটির উপর আক্রমণ করলে তার সহপাঠিরা পালিয়ে তার পরিবারকে খবর দেয়। খবর পেয়ে স্থানীয়দের সহায়তার ছেলেটিকে উদ্ধার করা হলেও ভাল্লুকের আক্রমণে মারাত্মক আহত হয় সে। আহত শিশুটিকে নিওথাংনাং বেটলিং বিওপিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রাথমিক চিকিৎসা সেবা দেন। কিন্তু এপরও শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় একদিন পর উন্নত চিকিৎসার ব্যবস্থা করলো সেনাবাহিনী।
এ ব্যাপারে আহত পনবিকাশ ত্রিপুরা বাবা অলিনন্দ্র ত্রিপুরার বলেন, গত ১০ মে শুক্রবার দুপুরে দিকে জঙ্গলে বন্য ভাল্লুকে কামড় মারাত্মকভাবে জখম হয় তার ছেলে। শরীরের সব অংশ ক্ষতবিক্ষত হয়ে প্রছুর রক্তক্ষরণ হচ্ছিল। বিজিবি প্রথমিক চিকিৎসা দিয়ে ব্যান্ডেজ করে দিয়েছিল। কিন্তু তার অবস্থা উন্নত হয়নি। দুর্গম পাহাড়ি এলাকায় নেই কোন স্বাস্থ্য কমপ্লেক্স। চিকিৎসা নেওয়ার কোন সুযোগ ছিল না। ক্ষতস্থানের সংক্রমণের আশঙ্কায় এবং প্রয়োজনীয় উন্নত চিকিৎসার জন্য সেনাবাহিনীর ব্যবস্থাপনায় হেলিকপ্টার যোগে বালকটিকে চট্টগ্রাম সিএমএইচ তার ছেলের চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে তার ছেলে ভালো আছেন।
ডি-প্রতিদিন/১২ মে, ২০১৯/মাহবুব