নেত্রকোনায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো পাঁচ জন।
রবিবার সন্ধ্যায় কলমাকান্দায় মোটরসাইকেল চালক অচিন্ত হাজং নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে নিহত হন।
এছাড়া নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের সাকুয়া নামক স্থানে বাস ও সিএনজি সংঘর্ষে ছয়জন আহত হন। আহতদের মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কলমাকান্দার কাপড় ব্যবসায়ী আব্দুল্লাহ আল মামুন নামে এক জনের মৃত্যু হয়। অন্যরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের অচিন্ত হাজং মোটরসাইকেলে করে বাজারের দিকে যাচ্ছিলেন। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে সন্ধ্যায় নেত্রকোনা পারলা আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে মহুয়া গেইটলক নামক একটি যাত্রীবাহী বাস ময়মনসিংহের দিকে যাচ্ছিল। বাসটি সাকুয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালকসহ পাঁচ যাত্রী আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠায়। সেখানে আব্দুল্লাহ আল মামুন নামে এক জনের মৃত্যু হয়। এছাড়া আহত চালকসহ চার যাত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার ওসি মো. তাজুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন