হাইকোর্টের নিষেধাজ্ঞা জারি করা ভেজাল ও নিম্নমানের ৫২টি পণ্যের বিরুদ্ধে নাটোরের বিভিন্ন বাজারে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক মোহম্মদ শাহরিয়াজের নেতৃত্বে শহরের স্টেশন বাজার থেকে অভিযান শুরু করা হয়।
পরে পর্যায়ক্রমে শহরের বিভিন্ন বাজারে অভিযান চালায় দলটি।
তবে নিষেধাজ্ঞায় থাকা পণ্য না পাওয়ায় এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেন জেলা প্রশাসক। এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা অভিযানে অংশ নেয়। অভিযান অব্যাহত থাকবে বলে জানান জেলা প্রশাসক।
এর আগে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) পরীক্ষায় অকৃতকার্য হওয়া নামি-দামি কোম্পানি ও প্রতিষ্ঠানের ভেজাল ও নিম্নমানের ৫২ পণ্য বাজার থেকে অবিলম্বে সরানোর (রিমুভ) করার নির্দেশ দেন হাইকোর্ট।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন