হাইকোর্টের নির্দেশ অনুযায়ী বাজার থেকে মানহীন ৫২টি পণ্য প্রত্যাহারে অভিযান চালাচ্ছে বরিশাল জেলা প্রশাসন। গত দুই দিন ধরে ধারাবাহিকভাবে বরিশালের বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মানহীন পণ্য প্রত্যাহারে জন্য ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়।
গত বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষের নেতৃত্বে নগরীর সাগরদী বাজারে নিয়মিত বাজার মনিটরিং ও ভোক্তা অধিকার বিষয়ক ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
অভিযানের সময় অতি মুনাফালোভী অসাধু ব্যবসায়ীদের প্রতারণা থেকে সাধারন জনগণের ভোগান্তি লাঘবে নিত্য প্রয়োজনীয় পন্যের মূল্য তালিকা প্রনয়ন নিশ্চিত করা, অতরিক্ত মূল্য আদায় রোধ এবং পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে গুরুত্বারোপ করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় পণ্য মেয়াদোত্তীর্ন ও মেয়াদ উল্লেখ না থাকায় রাজ্জাক স্টোরের মালিক আ. রাজ্জাককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় হাইকোর্টের নির্দেশ অনুযায়ী মানহীন পণ্যের বিষয়ে ব্যবসায়ী এবং ক্রেতাদের সতর্ক করেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
পরবর্তীতে ওই ৫২ ধরনের পণ্য কোন দোকানে পাওয়া গেলে সেই ব্যবসায়ীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহনের হুশিয়ারি দেন ভ্রাম্যমাণ আদালত। ৫২ ধরনের পণ্য প্রত্যাহারে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগরীর বিভিন্ন বাজারে অভিযান চালানো হয়।
জনস্বার্থে হাইকোর্টের নির্দেশে ৫২ ধরনের পণ্য প্রত্যহারে অভিযান অব্যাহত রাখার কথা জানান বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
বিডি প্রতিদিন/ফারজানা