জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, বিএনপি-জামায়াত খাতা কলমে রাস্তা-ঘাট, কালভার্ট, ব্রিজ নির্মাণ ও সংস্কার দেখিয়ে কোটি কোটি টাকা লুটপাট করেছে। বিএনপি-জামায়াত নেতাদের ভাগ্যের উন্নয়ন হলেও, দেশের ও সাধারণ মানুষের কোন উন্নয়ন হয়নি। ফলে দেশ তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছিল। সেই তলাবিহীন ঝুড়ির দেশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থনৈতিক ভাবে স্বয়ংসম্পন্ন ভাবে গড়ে তুলেছে।
গতকাল শুক্রবার সকাল ১১টায় প্রায় দিনাজপুর শিক্ষা ভবন কমপ্লেক্সের জামে মসজিদের ভিত্তি প্রস্থরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ১ কোটি টাকা ব্যয়ে এটি নির্মিত হবে।
দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জাহিদুল করিমের সভাপতিত্বে বক্তব্য দেন দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সুলতান মাহমুদ, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ, সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রাজু, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহাকারী প্রকৌশলী আব্দুল আউয়াল, ঠিকাদার শেখ মো. শাহ আলম প্রমুখ।
বিডি প্রতিদিন/ফারজানা