কৃষকের উৎপাদিত ধানের ন্যায্য মূল্যের দাবিতে নেত্রকোনায় মানববন্ধন কর্মসূচি করেছে জেলা ঐক্য ন্যাপ। শুক্রবার বিকাল সাড়ে চারটায় শহরের মোক্তারপাড়া পুরাতন কালেক্টরেট ভবনের সামনের সড়কে হাতে ধান নিয়ে এ মানববন্ধন পালন করা হয়।
“কৃষক বাঁচাও, দেশ বাঁচাও” এই স্লোগানে এই মানববন্ধনে বিভিন্ন সামজিক সংগঠনের নেতাকর্মীরাও এই কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করে মানববন্ধনে অংশ নেন। এ সময় সংগঠনের সভাপতি অলিজা রহমানসহ অন্যরা বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা বলেন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ না হলে এই দেশ জিডিপিতে উন্নীত হতে পারতো না। এটা এনে দিয়েছে এই কৃষকরাই। দু'বছর আগে এই জেলার সকল ধান তলিয়ে গেছে। এটা সংশ্লিষ্টদের দূরদৃষ্টির অভাবে হয়েছে। কাজেই সরকারকেই এখনকার কৃষকদেরকে বাঁচাতে ব্যবস্থা নিতে হবে।
বিডি-প্রতিদিন/শফিক