কুমিাল্লার নাঙ্গলকোটে অটোরিকশা চুরি করার সময় শালা-দুলাভাইকে আটক করেছে গ্রামবাসী। পরে গ্রামবাসী তাদেরকে গণধোলাই দিয়ে শুক্রবার গ্রাম পুলিশের হাতে তুলে দেয়। ঘটনাটি ঘটেছে পৌর সদরের নাওগোদা গ্রামে।
আটককৃতরা হলো, উপজেলার আদ্রা দক্ষিণ ইউপির দক্ষিণ শাকতলী গ্রামের মোস্তফা মিয়ার ছেলে মনছুর আলম ও তার দুলাভাই চট্টগ্রাম জেলার সন্দীপ উপজেলার মুছাপুর গ্রামের মৃত আবদুল মন্নান মিয়ার ছেলে সুমন মিয়া।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত প্রায় ৩ টার দিকে নাওগোদা গ্রামের আবদুল মজিদের ছেলে মুজাক্কের হোসেনের বাড়ি থেকে অটোরিকশা তালা ভেঙ্গে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী তাদের তাড়া করে। পরে শুক্রবার ভোরে গ্রামবাসী নাঙ্গলকোট রেল স্টেশন এলাকা থেকে তাদের আটক করে নাওগোদা গ্রামে নিয়ে গণধোলাই দেওয়া হয়।
পরে তাদেরকে আহত অবস্থায় গ্রাম পুলিশ নিবারণ চন্দ্র দাস ও স্থানীয় কমিশনার আক্তারুজ্জামান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানা পুলিশের নিকট সোপর্দ করেন। আটককৃতরা চুরি করার বিষয়টি স্বীকার করেছে। নাঙ্গলকোট থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক মিজানুর রহমান জানান, আসামিদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিচার করা হবে।
বিডি-প্রতিদিন/শফিক