বগুড়া জেলা বিএনপির হট্টগোলের মধ্যেই নব গঠিত আহ্বায়ক কমিটি মতবিনিময় সভা করেছে। এদিকে আহ্বায়ক কমিটির মতবিনিময় সভার পর বিরোধী পক্ষ জেলা বিএনপির অফিসের সামনে গিয়ে আবারো অগ্নিসংযোগ করে এবং কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়।
শুক্রবার বিকালে বগুড়া জেলা বিএনপি কার্যালয়ে আহ্বায়ক কমিটি সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন।
মতবিনিময় সভায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, আহ্বায়ক কমিটি বগুড়া জেলা বিএনপিকে সুসংগঠিত করা হবে। প্রতিটি ইউনিটকে শক্তিশালী করা হবে। সে লক্ষ্যে আহ্বায়ক কমিটি কাজ করছে। আগামী তিনমাসের মধ্যে জেলা বিএনপির একটি শক্তিশালী কমিটি উপহারট্ওিয়া হবে। কিছু নেতা-কর্মী অন্য কারো উস্কানি পেয়ে দিকভ্রান্তরা জেলা বিএনপি কার্যালয়ে তালা ঝুলিয়েছে। যারা দলের শৃঙ্খলা ভঙ করেছে তাদেরকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। আমরা আশা করছি গণতন্ত্রের স্বার্থে বিএনপির দিকভ্রান্ত কর্মীরা নিজ দলে ফিরে এক সাথ কাজ করবে।
তিনি আরো বলেন, আমরা বিশ্বাস করি বিএনপি ঐক্যবদ্ধ। কোনো গ্রুপিং নেই। মনে রাখতে হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরার যে আন্দোলন তাতে গতি বাড়াতে হবে। বেগম খালেদা জিয়ার কারামুক্তি আন্দোলন হবে প্রধান কর্মসূচি। কারামুক্তির জন্য আপোষ নয়, দরকার সংগ্রাম আন্দোলন। আর এই আন্দোলন ও সংগ্রামের সূচনা করতে হবে বগুড়া থেকেই। বগুড়াবাসীকে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি উপহার দেওয়ায় তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এদিকে বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন নিয়ে একটি পক্ষ বিরোধীতা করে আন্দোলন করে আসছে।
শুক্রবার আহ্বায়ক কমিটির মতবিনিময় সভার পর বিরোধী পক্ষ জেলা বিএনপির অফিসের সামনে গিয়ে আবারো অগ্নিসংযোগ করে এবং কার্যালয়ে তালা দেয়। এ নিয়ে তৃতীয় দফা তালা ও অগ্নিসংযোগ করলো। এর আগে বৃহস্পতিবার ও বুধবার অগ্নিসংযোগ এবং তালা দিয়েছিল জেলা বিএনপির কার্যালয়ে।
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির মতবিনিময় সভায় বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক এ্যাড. সাইফুল ইসলাম, ফজলুল বারি তালুকদার বেলাল, হেলালুজ্জামান তালুকদার লালু, এ্যাড. মাহবুবর রহমান, আলী আজগর তালুকদার হেনা, হামিদুল হক চৌধুরী হিরু, রেজাউল করিম বাদশা, এমআর ইসলাম স্বাধীন, ওমর ফারুক খান, মাফতুন আহম্মেদ খান রুবেল, প্রমুখ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন