নওগাঁর পোরশা উপজলোর গানোইর বিলে ধান কাটার সময় বজ্রপাতে হাসান (৩০) ও শফিনুর (২৮) নামে দুই ক্ষেতমজুরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বুলবুল আহমদে (৩২) নামে একজন আহত হয়েছে।
শুক্রবার বিকেল সোয়া পাঁচটার দিকে এই ঘটনা ঘটে। নিহত হাসান পোরশা উপজলোর গানোইর গ্রামের মতিউর রহমানের ছেলে। শফিনুর চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিটলীটোলা গ্রামের আজাদ হোসেনের ছেলে।
পোরশা থানার ওসি শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকেলে মাঠে অন্য ক্ষেতমজুরদের সাথে হাসান ও শফিনুর ধান কাটছিলেন। এ সময় হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়। ঝড় বৃষ্টির সময় বজ্রপাতে একই সাথে তাদের দুজনের মৃত্যু হয় এবং বুলবুল নামে একজন গুরুতর আহত হন।
বিডি-প্রতিদিন/শফিক