নানা কর্মসূচির মধ্য দিয়ে বগুড়ায় আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে বগুড়া জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দিনে ফিরে আসার মধ্য দিয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ মকবুল হোসেন। এতে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মজিবর রহমান মজনু, তোফাজ্জল হোসেন দুলু, এ্যাডঃ আব্দুল মতিন, প্রদীপ কুমার রায়, আসাদুর রহমান দুলু, জাকির হোসেন নবাব, শুভাশীষ পোদ্দার লিটন, আমিনুল ইসলাম ডাবলু, নাইমুর রাজ্জাক তিতাস প্রমুখ।
বিডি-প্রতিদিন/শফিক