তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের রূপগঞ্জে মো. মাসুম খন্দকার (৩৭) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে চিহ্নিত মাদক ব্যবসায়ীরা। বৃহস্পতিবার রাতে নোয়াপাড়া-দক্ষিণ রূপসী এলাকায় এ ঘটনা ঘটে।
মাসুম ওই এলাকার মো. ফজর আলী খন্দকারের ছেলে। বর্তমানে তিনি রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে আহত ব্যবসায়ীর বাবা মো. ফজর আলী খন্দকার বাদী হয়ে রূপগঞ্জ থানায় শুক্রবার দুপুরে একটি অভিযোগ দায়ের করেছেন।
রূপগঞ্জ থানা পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে একজন ভিখারি নোয়াপাড়ায় হাজী দারগালি জামে মসজিদে আসরের নামাজের সময় সাহায্য চাইতে আসেন। এ সময় স্থানীয় মাদক ব্যবসায়ী মোস্তফা ঐ ভিখারিকে ধমক দিতে থাকে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা ফজর আলী মোস্তফাকে ধমক দিতে নিষেধ করলে মোস্তফা তার ওপর ক্ষিপ্ত হন। এ বিষয়ে অন্য মুসল্লিদের সঙ্গেও মোস্তফার বাকবিতন্ডার এক পর্যায়ে মাসুম খন্দকার প্রতিবাদ জানায়। এ সময় ক্ষিপ্ত হয়ে মোস্তফা প্রতিবাদী মাসুমকে মারধর করবে বলে হুমকি দিয়ে চলে যায়।
পরে তারাবির নামাজ শেষে মাসুম খন্দকার মসজিদ থেকে বের হতেই তার ওপর মাদক ব্যবসায়ী ইসহাকের ও মোস্তফার নেতৃত্বে অতর্কিত হামলা চালানো হয়। ঘটনার সময় একই এলাকার মো. ছবুর ও ইউসুফসহ তাদের লোকজন মাসুমের ওপর হামলা চালিয়ে এলোপাথারি মারধর শুরু করে। এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/শফিক